স্মরণে শেখ মুজিবঃ সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি

স্মরণে শেখ মুজিবঃ সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি

প্রবন্ধ 

সম্পাদনাঃ রফিকুল ইসলাম

 

সারাংশঃ

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং অধ্যাপক সামসাদ মর্তুজা সম্পাদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর স্মারকগ্রন্থ "স্মরণে শেখ মুজিবঃ সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি" একটি দ্বিভাষিক বই। এটি স্বাধীন জাতিরাষ্ট্র বাংলাদেশের স্থপতির মূল্যবান স্মৃতির প্রতি ইউল্যাব পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য। এই সংকলনটি সর্বকালের সর্বসেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে বিশ্ব বিদ্যালয়ের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। বইটিতে তেরোটি প্রবন্ধ রয়েছে, যা ইউল্যাব পরিবারের সদস্যদের দ্বারা লিখিত এবং অনুদিত। 

 

লেখক  পরিচিতিঃ 

দেশের প্রথম নজরুল গবেষক, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করা দেশের এই বরেণ্য কৃতি সন্তান জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমী ও নজরুল একাডেমী পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া এ বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা পদকেও ভূষিত হয়েছেন তিনি। তিনি বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িতবভার গ্রহন করেছেন। স্বল্পভাষী এই প্রাঞ্জজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষক ছিলেন। শিক্ষকতার প্রতি তীব্র ভালোবাসা থেকে ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম এখনও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর জেনারেল এডুকেশন ডিপার্ট্মেন্ট এর অধ্যাপক এবং সেন্টার ফর বাংলা স্টাডিজ এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।